[caption id="attachment_38445" align="aligncenter" width="684"]
.[/caption]
চট্টগ্রাম: মিরসরাইয়ের জোরারগঞ্জের সোনাপাহাড় চেকপোস্ট এলাকায় ৬০০ টি স্বর্ণের বার (৬০ কেজি) ও ১ টি প্রাইভেটকারসহ দু‘জনকে আটক করা হয়েছে। রবিবার (৩ মার্চ) বেলা ১২ টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, রাকিব(৩৪), করিম খান কালু(৩৪)। রাকিব চুয়াডাঙ্গার আজিমপুরের মৃত শহীদুল ইসলামের ছেলে। করিম খান চুয়াডাঙ্গার মোবারকপাড়ার আলী হোসেনের ছেলে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ৬৯ কেজি ওজনের ৬০০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। গাড়ির তেলের ট্যাঙিকতে বিশেষ কায়দায় স্বর্ণগুলো লুকায়িত অবস্থায় ছিল। এর মূল্য প্রায় ২৬ কোটি ৪০ লক্ষ টাকা।
গাড়িটি চট্টগ্রাম রেলওয়ে কলোনী এলাকা থেকে ঢাকার বায়তুল মোকাররম মার্কেটের সামনে যাওয়ার কথা ছিল।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত