[caption id="attachment_38486" align="aligncenter" width="684"]
প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল[/caption]
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে চতুর্থ ধাপে ৩১ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে ধনবাড়ীতে চেয়ারম্যান পদে ১ জন পদপ্রার্থী হারুনার রশিদ হিরা।
ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৫ জন- হলেন সাইফুল ইসলাম বেলাল, সামসুল হুদা, সাইফুল ইসলাম বকল, মো. খালিদুল ইসলাম বকল সুমন ও খাইরুল ইসলাম সুমন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন হলেন- শিরিন রহমান, কল্পনা বেগম, আমিনা বেগম, জেব-উন-নাহার লীনা ও মমতাজ খান শোভা উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকার নিকট তারা মনোনয়নপত্র দাখিল করেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত