[caption id="attachment_38767" align="aligncenter" width="648"]
সাংবাদিক লাঞ্ছিত : এএসআই শরিফুল প্রহ্যাতার[/caption]
চট্টগ্রাম : পেশাগত দায়িত্ব পালনকালে এক ফটো সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনায় বায়েজিদ থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শককে প্রত্যাহার করেছে সিএমপি। বুধবার (১৩ মার্চ) রাতে ওই পুলিশ সদস্যকে প্রত্যাহারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক।
আরো পড়ুন : বাফুফের কিরণের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
জানা গেছে, বুধবার বিকালে কয়েকটি দাবীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের বালুছড়া এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে একটি পোশাক কারখানার শ্রমিক। এসময় বায়েজিদ থানার একদল পুলিশ বিক্ষোভরত শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নিতে লাঠি চার্জ করে। ওই ঘটনার ছবি তুলছিলেন প্রথম আলোর ফটো সাংবাদিক জুয়েল শীল। পরে অভিযুক্ত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শরিফুল ইসলাম ওই ফটো সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন। ধারণকৃত ছবি মুছে দিয়ে তাকে লাঞ্ছিত করেন।
বিষয়টি তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিবাদের ঝড় উঠে। পরে রাত ৯টার দিকে সিএমপি কমিশনারের নির্দেশে রাতেই তাকে প্রত্যাহার করা হয়।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত