নবীনের প্রচারণায় প্রবীণের ঢল

নবীনের প্রচারণায় প্রবীণদের ঢল

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ ১৮ মার্চ। প্রচার-প্রচারণার শেষ দিনে মো: আকতার হোসেন চশমা প্রতীকের পক্ষে ভোট চেয়ে নবীন-প্রবীণের প্রচারণা শোডাউনে পরিণত হয়েছে। খাগড়াছড়ি সদরে উপজেলা পরিষদ নির্বাচনে একেবারেই নবীন হিসেবে প্রচারণায় এগিয়ে থাকা আকতার হোসেন (চশমা প্রতিক)’র ব্যাপক প্রচারণা যেন প্রাণের ছোয়া লেগেছে জেলা শহরে।

খাগড়াছড়িতে প্রথম দিকে উৎসব বিমুখ দেখা গেলেও শেষ মুহুর্তের প্রচার-প্রচারণা সাড়া ফেলেছে সাধারণ ভোটারদের মাঝে। ভোটারদের কাছে প্রার্থীদের প্রতিশ্রুতির ফুল ঝুড়ি নিয়ে প্রার্থী ও সমর্থকরা ভোট প্রার্থনায় শেষ দিনে উৎসব মুখর হয়ে উঠেছে পুরো খাগড়াছড়ি জেলা শহর।

শনিবার (১৬ মার্চ) বিকেলে শহরের চশমার মার্কার পক্ষে হঠাৎ ঢল নামে ব্যবসায়ী, যুব সমাজ, সাধারণ মানুষ আর সমর্থকদের শোডাউনে। প্রতিদ্বন্ধীতাকারী ভাইস চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেনকে জয়যুক্ত করতে ভোট চেয়ে মাঠে নেমেছে খাগড়াছড়ির রাজনৈতিক অধিকাংশ নেতারাও। জেলা শহরের আনাচে-কানাচে ভোটারদের মন জয় করতে পাড়া-মহল্লাসহ প্রত্যন্ত জনপদে।

এসময় ভাইস চেয়ারম্যান পদে আকতার হোসেনের পক্ষে ব্যাপক উৎসাহের পাশাপাশি জয়ের ব্যাপারেও শতভাগ আশাবাদী বলেও মত প্রকাশ করে অনেকে। প্রচারকালে চশমা প্রতীকে ভোটারদের মূল্যবান ভোট দিয়ে আকতার হোসেনকে জয়যুক্ত করতে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে উন্নয়নের প্রতিশ্রুতি দেয় কর্মী-সমর্থকরা।

খাগড়াছড়ি সদরে এবার মোট ভোটার সংখ্যা ৮১,১৪৫ জন। সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে জয় কুমার চাকমা (বই), আবু হানিফ (টিয়া পাখি), রণিক ত্রিপুরা (টিউবওয়েল), রুতান চৌধুরী (তালা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিউসা মগ (প্রজাপতি), বিউটি রানী ত্রিপুরা (পদ্ম ফুল) এবং সালমা আহাম্মেদ মৌ (কলস) প্রতীক নিয়ে ভোট যুদ্ধে লড়াই করছেন।