[caption id="attachment_38831" align="aligncenter" width="482"]
দগ্ধ[/caption]
চট্টগ্রাম: সীতাকুণ্ডে পরিত্যক্ত জাহাজের লোহা গলানোর সময় দুর্ঘটনায় ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন।
শনিবার (১৬ মার্চ) ভোরে শীতলপুর অটো স্টিল মিলে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে দগ্ধ শ্রমিকদের দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ঘরে ফিরলেও চারজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
শ্রমিকরা হলেন- রিয়াজ হোসেন (২৫), মাঈনুদ্দীন (২৫), মোহাম্মদ মিয়া (৩৫), আমজাদ হোসেন (৪০), শাহ আলম (৫৫) ও জাকির হোসেন (৩২)।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) জব্বারুল ইসলাম বলেন, পুরোনো জাহাজ থেকে লোহা কেটে গলানো হত ওই কারখানায় এবং সেই গলানো লোহা রড তৈরী করা হয়। এই কাজ করার সময় গলন্ত লোহা ছিটকে পড়লে আহত হন ছয় শ্রমিক। আহত শ্রমিকদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চমেক পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত