“খেলাধুলার মাধ্যমে পাহাড়ে সম্প্রীতির বন্ধন বেগবান হবে”

টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মেজর জেনারেল এস এম মতিউর রহমান।

গলফসহ বিভিন্ন খেলাধুলার মাধ্যমে পাহাড়ের সম্প্রীতির বন্ধন আরো বেগবান হবে বলে মন্তব্য করেছেন ২৪ পদাতিক ডিভিশননের জিওসি এবং চেঙ্গী গলফ ও কান্টি ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল এস এম মতিউর রহমান।

শনিবার (১৬ মার্চ) সকালে খাগড়াছড়ি সেনানিবাসস্থ চেঙ্গী গলফ এন্ড কান্ট্রি ক্লাবের উদ্যোগে প্রথম রেডিয়ান্ট প্রেসিডেন্ট কাপ গলফ টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এর আগে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দুইদিন ব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি।

এসময় খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, গুইমারা রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলামসহ সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তিন পার্বত্য জেলার মধ্যে একমাত্র গলফ ক্লাব চেঙ্গী গলফ এন্ড কান্ট্রি ক্লাবের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টে চেঙ্গী গলফ ও কান্টি ক্লাব, ভাটিয়ারী গফল এন্ড কান্ট্রি ক্লাব, ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাব এবং শাহিন কান্ট্রি ক্লাবের ৮১ জন গলফার অংশ নেয়।

পরে,খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে টুর্ণামেন্টে বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন