হামলার ৯ মিনিট আগে হামলাকারীর মেইল

মসজিদে মুসল্লিদের ওপর অতর্কিতে গুলি চালায় হামলাকারী ব্রেন্টন। ছবি: সংগৃহীত।

ক্রাইস্টচার্চে দুইটি মসজিদে হামলার ৯ মিনিট আগে হামলাকারী ব্রেন্টন টারান্ট অন্তত ৩০ টি ঠিকানায় ইমেইল করে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর প্রধান প্রেস সচিব অ্যান্ড্রো ক্যাম্পবেল মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী জাসিন্দা আরডান রবিবার সাংবাদিকদের বলেন, হামলা কারীর ৭৪ পৃষ্ঠার ইশতেহার মেইল হামলার ৯ মিনিট আগে অন্তত ৩০ জনকে পাঠায়।

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, অভিযুক্ত হামলাকারী ব্রেন্টন টারান্ট মসজিদে হামলার আগে সোশ্যাল মিডিয়ায় ৭৪ পৃষ্ঠার ইশতেহার প্রকাশ করে। সেই একই ইশতেহার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডানকে ইমেইল করে।

অ্যান্ড্রো ক্যাম্পবেল জানান, মসজিদে হামলার কয়েক মিনিট আগে ওই হামলারকারীর একটি মেইল পেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

তিনি আরো জানান, ইমেইলটি একজন কর্মকর্তার অ্যাড্রেসে পাঠানো হয়েছিল, কিন্তু বিষয়টি তাৎক্ষণিকভাবে দৃষ্টিগোচর হয়নি।

এছাড়া সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ব্রেন্টন ট্রারান্ট দেশটির প্রধানমন্ত্রী ছাড়াও স্পিকার এবং অন্যান্য রাজনীতিকদের একই মেইল পাঠায়।

উল্লেখ্য, গত শুক্রবার ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বন্দুকধারী ব্রেন্টন ট্রারান্ট হামলা চালায়। এতে ৫০ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ৪০ জনের বেশি। হামলায় অল্পের জন্য রক্ষা পায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা।