পটিয়া উপজেলার দক্ষিণ ছনহরা এলাকায় বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৮ জন মালিকের ৮টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার (৭ মার্চ) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের অপারেটর বিশান্তর বড়ুয়া জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে ৩নং দক্ষিণ ছনহরা এলাকায় ভোর ৫টার দিকে আগুন লাগে। পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনধির দত্তের নেতৃত্বে একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সকাল ৭টা ১০ মিনিটের দিকে আগুন নেভাতে সক্ষম হয়।
আগুনে ৮ জন মালিকের ৮টি বসতঘর পুড়ে গেছে। এতে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও ২০ লাখ টাকার জিনিসপত্র উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।