নানা আয়োজনে বঙ্গবন্ধুর জম্মবার্ষিকী উদযাপন

নানা আয়োজনে বঙ্গবন্ধুর জম্মবার্ষিকী উদযাপন

সারা দেশের মত নানা আয়োজনে পাহাড়ি জনপদ পার্বত্য জেলা খাগড়াছড়িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার (১৭ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে স্থানীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে।

পুস্পস্তবক অর্পণ শেষে শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে এবং কেক কেটে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধুর ৯৯তম জম্মবার্ষিকী পালন করা হয়।

এসময় ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, পার্বত্য জেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান খগেশ্বর ত্রিপুরা, জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম, পুলিশ সুপার আহমার উজ্জামান, পৌর সভার মেয়র রফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এতে সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শোভাযাত্রাটিতে অংশগ্রহণ করে।