২৭ মামলা নিয়ে রুট পারমিট ছাড়াই চলছিল সুপ্রভাত

সুপ্রভাত পরিবহনের একটি বাস। ছবি: ফাইল, সংগৃহীত

আবরার আহাম্মেদ চৌধুরীকে চাপা দেওয়া সুপ্রভাত পরিবহনের ঘাতক বাসটির ঢাকার সড়কে চলাচলের কোনো অনুমতি ছিল না। বাসটি ঢাকা-ব্রাহ্মণবাড়িয়ার রুট পারমিট নিয়ে রাজধানীতে চলছিল।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে ট্রাফিক শৃঙ্খলা ও সচেতনতা বিষয়ক মতবিনিময় সভায় এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, এর আগে ট্রাফিক আইন লঙ্ঘন করায় এবং রুট পারমিট ছাড়া চালানোয় ২৭ বার মামলা হয়েছে বাসটির বিরুদ্ধে। তারপরেও বাসটি রাজধানীতে চলাচল করায় এই অনিয়মের জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়ী করেন ডিএমপি কমিশনার।

আছাদুজ্জামান মিয়া বলেন, যে জেব্রা ক্রসিং মানুষকে রাস্তা পারাপারে নিরাপদ করে সেই জেব্রা ক্রসিংয়েই প্রাণ দিতে হলো আবরারকে। আর সুপ্রভাত বাসটি এ অপরাধ করেছে।

মঙ্গলবার সকাল ৭টার পর বসুন্ধরা আবাসিক এলাকার গেইটের সামনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীকে চাপা দেয় বাসটি। এতে প্রাণ হারান তিনি। এরপর শিক্ষার্থীসহ এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

শেয়ার করুন