[caption id="attachment_39021" align="aligncenter" width="684"]
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর[/caption]
ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৬ কেজি চোরাই সোনা পাওয়া গেছে।
শনিবার (২২ মার্চ) ভোরে বিমানবন্দরের টয়লেটে এই সোনা পাওয়া যায় বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ নম্বর বোর্ডিং ব্রিজের পাশে পুরুষ টয়লেটে আবর্জনা ফেলার ঝুড়ির ভিতরে সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় নয়টি প্যাকেট পেয়ে তা খুলে সোনার বার পাওয়া যায়।
মোট ৪৮টি সোনার বার ছিল প্যাকেটগুলোর মধ্যে, যার মোট ওজন ১৫ কেজি ৭৩ গ্রাম।
এই সোনার বাজার মূল্য ৭ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকা বলে জানিয়েছেন শুল্ক কর্মকর্তারা।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত