মেধা অন্বেষণ প্রতিযোগিতা
“সৃজনশীল কাজে শিক্ষার্থীদের বেশি মনোনিবেশ করতে হবে”

প্রতিযোগিতায় বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন কমিশনার মো. আবদুল মান্নান।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেছেন, সৃজনশীল কাজে ছাত্র-ছাত্রীদেরকে বেশি বেশি মনোনিবেশ করতে হবে এবং যে কোন বিষয় চমৎকারভাবে উপস্থাপন করতে হবে।

তিনি আরো বলেন, যারা মেধাবী তারা অনেক কাজ করছে যেগুলো দৃশ্যমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তৃতীয়বার ক্ষমতায় থেকে জাতিকে মেধাবী ও দক্ষ করে গড়ে তুলতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবমুখী পদক্ষেপ নিয়ে তা বাস্তবায়ন করে চলেছেন। প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার্থীরা যাতে তাদের মেধা মনন দিয়ে নতুন নতুন কিছু আবিষ্কার করতে পারে সে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন তিনি। এজন্য শিক্ষকদেরকে আন্তরিক হতে হবে এবং তথ্যনির্ভর প্রভাষনের দিকে যেতে হবে। দেশের জন্য ভাল কিছু করতে পারলে
সরকার সব সময় পাশে দাড়াবে।

আরো পড়ুন : পানছড়ি কলেজ অধ্যক্ষের দূর্নীতি ও অনিয়ম তদন্তের দাবী

রোববার (২৪ মার্চ) বিকেল ৪টায় নগরীর জামালখানস্থ ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০১৯ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রামের আঞ্চলিক উপ-পরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর প্রদীপ চক্রবর্তী, কলেজ-মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রামের উপ-পরিচালক ড. গাজী গোলাম মওলা ও ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদা আক্তার।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার মাধ্যমিক শিক্ষা অফিসার, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

শেষে ক (৬ষ্ঠ-অষ্টম শ্রেণি), খ (নবম-দশম শ্রেণি) ও গ (একাদশ-দ্বাদশশ্রেণি) গ্রুপে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান।

সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে যারা বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছে তারা জাতীয় পর্যায়ে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এবারের প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে- ভাষা ও সাহিত্য বিষয়ে চট্টগ্রামের ইস্পাহানি আদর্শ হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী উদেইশা জায়ান আইয়ুব-প্রথম, দৈনন্দিন বিজ্ঞান বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. রুহুল আমীন-প্রথম, গণিত ও
কম্পিউটার বিষয়ে চট্টগ্রাম নগরীর ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাজরিয়ান তাহলিল-প্রথম এবং বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ঐশী মজুমদার-প্রথম স্থান অর্জন করেন।

‘খ’ গ্রুপে- ভাষা ও সাহিত্য বিষয়ে কুমিল্লা আদর্শ সদরের কুমিল্লা জিলা স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী মো. ফাইজুল কবির রাব্বি-প্রথম, দৈনন্দিন বিজ্ঞান বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসান রাতুল-প্রথম, গণিত ও কম্পিউটার বিষয়ে চাঁদপুর সদরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মো. শামছুল আরেফিন শান্ত-প্রথম এবং বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে ফেনীর দাগনভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জুলি আক্তার রিমি-প্রথম স্থান অর্জন করেন।

‘গ’ গ্রুপে- ভাষা ও সাহিত্য বিষয়ে চট্টগ্রামের সীতাকুন্ড সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী রিফা তাসপিয়া-প্রথম, দৈনন্দিন বিজ্ঞান বিষয়ে চট্টগ্রাম নগরীর সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের একাদশ শ্রেণির অগাস্টো দীফ নিলয়-প্রথম, গণিত ও কম্পিউটার বিষয়ে কক্সবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তাওহীদুল ইসলাম প্রথম এবং বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে চট্টগ্রাম সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী জিনান-প্রথম স্থান অর্জন করেন।

শেয়ার করুন