আলোক প্রজ্জ্বলন কর্মসূচিতে গণহত্যা দিবস পালন

আলোক প্রজ্জ্বলন কর্মসূচি

গণহত্যা দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা পিটিআই সংলগ্ন বধ্যভূমিতে আলোক প্রজ্জ্বলন শেষে জেলা প্রশাসক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সুনামগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে সোমবার (২৫ মার্চ) রাতে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের নেতৃত্বে শোক র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।

আরো পড়ুন : ঘুষ না খাওয়ার শপথ নিলেন সোনালীর কর্মীরা

র‌্যালিতে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সুধীজন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপ-পরিচালক, স্থানীয় সরকার, মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মোহাম্মদ সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মোঃ হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সুনামগঞ্জ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার হাজী নুরুল মোমেন, জেলা ও উপজেলা পর্যায়ের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।