
রাজধানীর মাটিকাটা এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শফিকুল ইসলাম শফিক (৩৫) নামে নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নূর আলম নামে র্যাবের এক সদস্য। নিহত শফিকুল তিনটি হত্যা মামলা, চারটি অস্ত্র মামলাসহ অন্তত এক ডজন মামলার পলাতক আসামি ছিল বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার (২৬ মার্চ) রাতে র্যাব-১১ এর সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধ এ ঘটনা ঘটে।
আরো পড়ুন : স্বাধীনতা দিবসে দক্ষিণ কাট্টলীতে ১০ মুক্তিযোদ্ধাকে সম্মাননা
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, নরসিংদীর অপরাধীদের তালিকায় এক নম্বর আসামি ছিলেন শফিকুল। তাকে আমরা দীর্ঘদিন ধরেই খুঁজছিলাম। তার অবস্থান শনাক্ত করে গ্রেফতার করতে গেলেই শফিকুল ও তার সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালালে শফিকুল গুলিবিদ্ধ হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করেন।