সাত এমপিকে এলাকা ছাড়ার নির্দেশ

নির্বাচন ভবন

আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে সাত সংসদ সদস্যকে (এমপি) ২৮ মার্চের মধ্যে নিজ নিজ এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এর আগেও ১০ এমপিকে একই নির্দেশনা দেওয়া হয়েছিলো। এছাড়াও এমপিরা যাতে আচরণ বিধি ভঙ্গ না করেন, সে ব্যবস্থা নিতে স্পিকারকেও চিঠি দিয়েছিলো সংস্থাটি। তারপরও অনেকে এলাকায় অবস্থান করছেন। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে স্থানীয় নির্বাচনে এলাকায় অবস্থান, প্রচারে অংশ নেওয়া ও সরকারি সুবিধা নিয়ে প্রচারে অংশ নেওয়া আচরণবিধির লঙ্ঘন।

নির্বাচন কমিশনের উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্দেশনাটি যে সাত এমপিকে পাঠানো হয়েছে, তারা হলেন— টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খাঁন, টাঙ্গাইল-৫ আসনের মো. ছানোয়ার হোসেন ও টাঙ্গাইল-৮ আসনের মো. জোয়াহেরুল ইসলাম, বাগেরহাট-৪ আসনের মো. মোজাম্মেল হোসেন, খুলনার-৬ আসনের মো. আক্তারুজ্জামান, ময়মনসিংহ-১১ আসনের কাজিম উদ্দিন আহম্মেদ এবং যশোর-২ আসনের মো. নাসির উদ্দিন।

এবার পাঁচ ধাপে উপজেলায় ভোটগ্রহণের পরিকল্পনা নিয়েছে ইসি। প্রথম ধাপে ১০ মার্চ, দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ ভোট হয়েছে। চতুর্থ ধাপে ৩১ মার্চ ও পঞ্চম ধাপে ১৮ জুন ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।

শেয়ার করুন