[caption id="attachment_39195" align="aligncenter" width="477"]
লোগো[/caption]
চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা আজিমেল কদরকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল ৩টায় তার অফিস থেকে তাকে আটক করা হয়। এ সময় এক শিক্ষিকার কাছ থেকে নেওয়া ঘুষের ১০ হাজার টাকা উদ্ধার করেছে দুদক।
দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন বলেন, ফটিকছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা আজিমেল কদরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষদের কাছ থেকে ঘুষ আদায়ের অভিযোগ ছিল। বৃহস্পতিবার অভিযান চালিয়ে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেছি।
তিনি জানান, বৃহস্পতিবার উত্তর পাইন্দং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাসলিমা আক্তারের কাছ থেকে ঘুষ নিচ্ছিলেন আজিমেল কদর।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত