নৌকার বিরোধীতা, ৪ যুবলীগ নেতা বহিস্কার

যুবলীগ

বান্দরবান: নাইক্ষ্যংছড়ির পার্শ্ববর্তী রামুর কচ্ছপিয়া ইউনিয়নের যুবলীগ সম্পাদক সোহেল সিকদারসহ ৩ যুবলীগ নেতাকে বহিস্কার করা হয়েছে। একই সাথে কচ্ছপিয়া, রশিদনগর ও জোয়ারিয়ানালা ইউনিয়ন যুবলীগের কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে।

তিন বহিস্কৃত নেতারা হলেন- কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক যথাক্রমে নাছির উদ্দিন সিকদার সোহেল, মুবিনুর রহমান ও আনচারুল আলমক।

কক্সবাজার জেলা যুবলীগের নির্দেশক্রমে রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া বৃহস্পতিবার (২৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

নীতিশ বড়ুয়া বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের বিরোধিতা এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রামু উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজুল আলম জানান, তাদেরকে নৌকার বিরোধীতার কারনে বহিস্কার করা হয়েছে। ভবিষ্যতে তাদের আর কোনভাবে দলে নেওয়া হবে না বলে পরিস্কার জানিয়ে দেন।

শেয়ার করুন