হায়দরাবাদের উদ্দেশ্যে চট্টগ্রাম উইম্যান চেম্বার প্রতিনিধি দল

চট্টগ্রাম : এ্যানুয়েল এশিয়ান আরব এ্যাওয়ার্ড এন্ড কনফারেন্স ২০১৯ এ অংশগ্রহনের লক্ষ্যে চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর ১২ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল হায়দরাবাদের উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করেছেন। আগামী ৩০ মার্চ থেকে ২ দিনব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহনের লক্ষ্যে প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী।

আরো পড়ুন : বনানীর আগুন নিয়ন্ত্রণে, নিহতের সংখ্যা ১৯

অনুষ্ঠানে প্রতিনিধি দল Indian Strategic Role in the Asian Arab Continent শীর্ষক রাউন্ড টেবিল কনফারেন্স, এ্যানুয়েল এশিয়ান আরব এ্যাওয়ার্ড ২০১৯, উইম্যানগেইজ শীর্ষক সেমিনার ও ডন বস্কো ইনষ্টিটিউশান এর উদ্যোগে অনুষ্ঠিত ইন্ডিয়ান রোল অফ এ্যাডুকেশন এন্ড নলেজ ট্রান্সফার শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহন করবেন।

এছাড়াও ইন্ডিয়ান ইকোনোমিক ট্রেড অর্গানাইজেশান (আইইটিও) এর সঙ্গে চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড
ইন্ডাষ্ট্রি এর সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। সমঝোতা স্মারকের আওতায় ভারত ও বাংরাদেশের নারী উদ্যোক্তাদের উন্নয়নে যৌথভাবে কাজ করবে। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন, চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা, পরিচালক শাহনেওয়াজ আয়েশা আক্তার জাহান ডালিয়া, রোজিনা আক্তার লিপি, প্রাক্তন পরিচালক ও সদস্য হোমায়রা মোস্তফা সোহানী, সদস্য বেবী হাসান, সাজেদা হক, মধুমিতা দাশগুপ্তা, রোকসানা বেগম, ফাতেমা বেগম, সাজিয়া আফরিন লাকী ও হোটেল আগ্রাবাদ এর সিইও, এইচ. এম. হাকিম আলী।

শেয়ার করুন