[caption id="attachment_39274" align="aligncenter" width="684"]
গ্রেফতার দুই ছিনতাইকারী[/caption]
চট্টগ্রাম: গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১ এপ্রিল) ভোররাতে নগরের কোতোয়ালী থানাধীন বিআরটিসি মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
গ্রেফতার দুই আসামি হলেন-সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার চর শিয়ালকোল এলাকার এরশাদ আলীর ছেলে মো. জাহেদুল ইসলাম (৪৪) ও সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর এলাকার মো. গুরা মিয়ার ছেলে মো. খোকন মিয়া (৩০)।
ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। জাহেদুল ইসলাম ও খোকন মিয়া নামে দুই ছিনতাইকারী কাউছার আলম নামে এক ব্যক্তির কাছ থেকে ১ হাজার ৯০০ টাকা ও একটি সিম্পোনি মোবাইল সেট ছিনতাই করে। পরে পুলিশ তাদের গ্রেফতার করে। মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।’
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত