সড়ক উদ্বোধনকালে চেয়ারম্যান শফি
“শিক্ষাসহ সকল ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে”

আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক মো. শফিউল্লাহ

নব-নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক মো. শফি উল্লাহ বলেছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার কারণেই এবং প্রিয় নেতা বীর বাহাদুর এমপিকে পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব উপহার দেওয়ায় পার্বত্য বান্দরবানের সাত উপজেলায় এতো উন্নয়ন সম্ভব হয়েছে। এতো অল্প সময়ে কিভাবে এতো উন্নয়ন সম্ভব এ নিয়ে ভাবছে বিরোধী দলীয় নেতারাও।

৬ এপ্রিল (শনিবার) বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের আমতলী মাঠ হইতে চেরারকূল পর্যন্ত ব্রিক সলিং সড়ক উদ্বোধন করেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. শফি উল্লাহ।

এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎসহ সকল ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে। এখন আর পথে ঘাটে ভিক্ষুক দেখা যায় না। মানুষ না খেয়ে মরেনা। জঙ্গীবাদ আমরা শক্ত হাতে দমন করেছি। এদেশে আর জঙ্গীবাদ মাথাছাড়া দিয়ে উঠতে পারবেনা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, সাবেক প্যানেল চেয়ারম্যান মো. ফরিদুল আলম, কলেজ ছাত্রলীগ সাঃ সম্পাদক মুমিনুল আলম মুমু প্রমূখ।