[caption id="attachment_39406" align="aligncenter" width="684"]
জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন[/caption]
নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রাথমিক শিক্ষায় দেশসেরা জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে জেলা কালেক্টরেট কর্মচারী সমিতি।
রবিবার (৭ এপ্রিল) বিকেলে সুবর্ণগ্রামে অনুষ্ঠিত সংবধর্না অনুষ্ঠান পুলিশের অতিরিক্ত ডিআইজি সায়েদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পুলিশের অতিরিক্ত ডিআইজি সায়েদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমিতির সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন নারায়নগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া, সংবর্ধিত অতিথি নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী ও প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া।
সমিতির সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদের উপস্থাপনায় এসময় নরসিংদীর স্থানীয় সরকারের উপ-পরিচারক ড. মাহবুব উল করীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল আউয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুষমা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর মোহাম্মদ আজিম, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রাথমিকে দেশসেরা জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় সৈয়দা ফারহানা কাউনাইনকে সমিতির পক্ষ থেকে সম্মাননা স্বরুপ ক্রেস্ট উপহার দেয়া হয়। পরে সমিতির অবসরপ্রাপ্ত কর্মচারী ও মেধাবী সন্তানদের হাতে সম্মাননা তুলে দেন প্রধান অতিথি।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত