নারী উদ্যোক্তা মেলায় মেয়র নাছির
তরুণ নারীদের স্বাবলম্বী হওয়ার প্ল্যাটফর্ম উদ্যোক্তা মেলা

তরুণ নারীদের স্বাবলম্বী হওয়ার প্ল্যাটফর্ম উদ্যোক্তা মেলা

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, মেয়েরা এখন আর ঘরে বসে থাকছে না। ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে তারা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে। এতে একদিকে তাদের যেমন নিজেদের প্রতিভার বিকাশ করছে অন্যদিকে ব্যবসার প্রচার-প্রসার করার সুযোগ পাচ্ছে। পরনির্ভরশীলতার গন্ডি থেকে বেরিয়ে এসে আত্মনির্ভরশীল হয়ে ব্যবসায় স্বাবলম্বী হচ্ছে।

আরো পড়ুন : প্রধান শিক্ষকের উপর হামলা, শাস্তির দাবিতে মানববন্ধন

মঙ্গলবার (৯ এপ্রিল) নগরীর গোলপাহাড়স্থ চিটাগাং লাউঞ্জে তরুণ নারী উদ্যোক্তা কামরুন নাহার আয়োজিত তিন দিনব্যাপী বৈশাখী ও ঈদ মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র এসব কথা বলেন।

তিন দিনের জমজমাট আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার কমার্স অব ইন্ড্রাষ্ট্রিজ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এসেনসিয়াল গ্রুপের চেয়ারম্যান রুহি মোস্তফা, চিটাগাং উইম্যান চেম্বার কমার্স অব ইন্ড্রাষ্ট্রিজর ডিরেক্টর ও সি.ই.এম গ্রুপের চেয়ারম্যান আয়েশা ফারহা চৌধুরী, ফিম্যাল ক্যান্সার এ্যাওয়ারনেস সোসাইটি বাংলাদেশের সভাপতি ডাঃ নাহিদা আক্তার, কোতায়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ মহসিন, মিস বাংলাদেশের বিচারক জনপ্রিয় মডেল খালিদ হোসেন সুজন, চিটাগাং লাউঞ্জের স্বত্তাধিকারী ইমতিয়াজ আহমেদ।

উদ্যোক্তা কামরুন নাহার জানান, বর্তমানে ঘরে বসে সামাজিক যোগাযোগের মাধ্যমে মেয়েরা ব্যবসা করছে।

নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টিতে মেলা আয়োজনের এই প্রয়াস। এই মেলার মাধ্যমে নারী উদ্যোক্তারা সৃজনশীল পন্যের প্রদর্শনী দিতে পারছে। এতে ক্রেতারাও আকৃষ্ট হচ্ছে। সফলভাবে ৩দিনের আয়োজন সমাপ্তি হয়েছে। বিক্রেতাও সন্তোষ প্রকাশ করেছে।

নারী উদ্যোক্তাদের মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন

শেয়ার করুন