চট্টগ্রাম : সীতাকুণ্ডে রয়েল সিমেন্ট কারখানায় কাজ করার সময় ইলেকট্রিক ক্যাবল বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। বুধবার (১০ এপ্রিল) বিকালে উপজেলার কুমিরা এলাকায় এঘটনা ঘটে।
দুর্ঘটনায় দগ্ধরা হলেন,রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা এলাকার অনিল দাশের পুত্র তপন দাশ (৩৫) ও একি এলাকার বগির নাথের পুত্র আদি নাথ (৩৪)।
আরো পড়ুন : প্রিয়াঙ্কার নির্বাচনী সেলফি
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কারখানায় কাজ চলাকালে হঠাৎ বিকট শব্দে ইলেকট্রিক ক্যাবলের বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। এতে আগুনে দগ্ধ হয়ে মারাত্বকভাবে আহত হন কারখানার শ্রমিক তপন ও আদিনাথ। বিকালে দগ্ধ অবস্থায় আহত দু’জনকে চট্টগ্রাম মেডিকেলের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে আহতদের মধ্যে তপন দাশের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন।