
চট্টগ্রাম : খুলশী থানার সেগুনবাগান এলাকায় তালিমুল কোরআন মাদ্রাসায় এক ছাত্রকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৭ মার্চ) রাতে ছাত্রের লাশ উদ্ধারের পর স্থানীয় উত্তেজিত জনতা মাদ্রাসায় ব্যাপক ভাংচুর করে। এসময় হাফেজ তৈয়বকে ধরে পিটিুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। নিহত ছাত্রের নাম ইসলাম হায়দার তাসলিম (৮)। সে গত দেড় বছর যাবৎ মাদ্রাসার হেফজ শাখায় পড়াশুনা করে আসছে। জেলা প্রশাসক সামসুল আরেফিনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তঅরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাঁশখালীর চানপুর এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে নিহত ইসলাম হায়দার। হায়দারের মা জয়নাব আক্তার লাকি দেওয়ান বাজার মাদ্রাসা ভবনে ভাড়া ঘরে বসবাস করেন। ৫ সন্তানের মধ্যে নিহত ইসলাম হায়দার সবার ছোট।
নিহত হায়দারের খালাত ভাই মোহাম্মদ রিয়াদ বলেন-‘আমাদেরকে মঙ্গলবার (৭ মার্চ) রাত অনুমান ৮ টা ৪৫ মিনিটে তালিমুল মাদ্রসার হাফেজ আবু তাহের ফোন করে জানায় ইসলাম হায়দারকে দুপুর থেকে পাওয়া যাচ্ছে না। তখন আমরা জিজ্ঞেস করি এতক্ষণ পরে কেন জানাচ্ছেন। হুজুর প্রশ্নের কোন উত্তর না দিয়ে ফোন কেটে দেন। এরপর জয়নাব আক্তার তাকে (রিয়াদ) নিয়ে মাদ্রাসায় গেলে মাদ্রাসার হুজুররা ঢুকতে নিষেধ করেন। এরপর জোর করে মাদ্রাসায় ঢুকে দেখা যায় ঘরের ভিতরে ২৫টি সিটের কয়েকটিতে বেড নেই। এসময় হুজুররা আমাদেরকে টানা হেঁচড়া করে বের করে দিতে চায়। কিন্তু আমরা হুজুরদের ধাক্কা দিয়ে বেডের নীচে কম্বল মোড়ানো অবস্থায় হায়দারকে দেখতে পাই। আমরা ভাবছিলাম তখনো জীবন আছে। হায়দারকে উদ্ধার করে হাসপাতালে নিতে চাইলে পুনরায় আমাদের বাধা দেয়া। অনেক কষ্টে-জোর করে হায়দারকে হলিক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে জানান।’ রিয়াদ বলেন-’হায়দারের মাথায় ফোলা জখম রয়েছে। ধারনা করছি হায়দারকে পিটিয়ে হত্যা করা হয়েছে।’
হায়দারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সেগুন বাগান এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। একপর্যায়ে এলাকাবাসী মাদ্রাসায় গিয়ে দুটি গেট ও মাদ্রসার জানালার কাঁচ ভাংচুর করে। একটি কক্ষ থেকে মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ তৈয়বকে ধরে টেনে বের করে এনে পিটুনি দেয়। এরইমধ্যে হাফেজ তাহের পালিয়ে যায়।
খুলশী থানার ওসি নাছির উদ্দিন জানান, মাদ্রাসা ছাত্রের মুত্যুর খবর পেয়ে আমি এক প্লাটুন পুলিশ নিয়ে মাদ্রাসায় পৌঁছলে ক্ষুব্ধ জনতা আমাদের বাধা ডিঙ্গিয়ে মাদ্রসায় ঢুকে পড়ে। তবে এই ঘটনায় মাদ্রসার কাউকে গ্রেপ্তার করা হয়নি। ধারণা করা হচ্ছে হাফেজ আবু তাহের ঘটনার জন্য দায়ি। তিনি পলাতক রয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, তালিমুল কোরআন মাদ্রাসায় প্রায়ই ছাত্রদের নির্যাতন করা হয়। অনেক সময় রাতে ছাত্রদের নির্যাতনের চিৎকার-চেচামেচি শোনতেন বাসিন্দারা। এতে বাসিন্দাদের অনেকে ক্ষোভ প্রকাশ করলেও প্রমাণের অভাবে তারা প্রতিবাদ জানাতে পারেননি। হায়দারের মুত্যুর পর এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। এলাকাবাসীর অভিযোগ হায়দারকে বলৎকার করার পর। ঘটনা জানাজানি হওয়ার ভয়ে পিটিয়ে মেওে ফেলা হয়েছে। খবর পেয়ে রাত সাড়ে ১১টায় জেলা প্রশাসক সামশুল আরেফিন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষুব্ধ জনতাকে শান্ত করার জন্য হত্যাকারীদের বিচারের আশ্বাস দিলে উত্তেজিত জনতা শান্ত হয়।