নাইক্ষ্যংছড়ি বিজিবি স্কুলের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

নাইক্ষ্যংছড়ি বিজিবি স্কুলের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) : নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রাণকেন্দ্রের বডার গার্ড (বিজিবি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক সমাপনী (পিইসি) পরীক্ষায় A+ প্রাপ্ত অর্ধ শতাধিক কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিল ১১, বডার গার্ড ব্যাটালিয়ন।

১১ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় ১১ বডার গার্ড ব্যাটালিয়নের মিলানায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরো পড়ুন : টেরীবাজারে নব-আঙ্গিকে জিএম মেগামার্ট উদ্ভোধন

অনুষ্ঠানে প্রধান অতিথি A+ প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে শুভেচ্ছা ক্রেস্ট, রজনী গন্ধা ইষ্টিক ও অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন।

বডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল বাশারের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক জয়নুল আবেদীনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১১, বডার গাডর্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো, আসাদুজ জামান।

নাইক্ষ্যংছড়ি বিজিবি স্কুলের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

বিশেষ অতিথি ছিলেন ১১ বডার গার্ড ব্যাটালিয়নের মেডিকেল অফিসার (ইএমও) ক্যাপটিন মো, মশিউর রহমান লিমন , উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি, ভার-প্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মো,কামাল উদ্দীন, উপজেলা নব-নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক মো, শফি উল্লাহ, নাইক্ষ্যংছড়ি থানা তদন্ত ওসি জায়েদ নুর, সাবেক উপজেলা চেয়ারম্যান মো, ইকবাল, প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, দপ্তর সম্পাদক মো. জয়নাল আবেদীন টুক্কু, বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোমেনা আক্তার, মনোয়ারা বেগম জেসমিন, খাদিজা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২০১৮ সালের প্রাথমিক সমাপনী (পিইসি)পরীক্ষার্থীদের মধ্যে নাইক্ষ্যংছড়ি বডার গার্ড সরকারি প্রথমিক বিদ্যালয়ের ৬৪জন শিক্ষার্থী মধ্যে শত ভাগ পাস হয়। এর মধ্যে ৫৩জন A+ টেলেন্ট বৃত্তি ৮জন এবং সাধারণ বৃত্তি ৬জন।