চট্টগ্রাম : সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় পুকুর ভরাটের অভিযোগে একটি স্কেভেটর জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তরের একটি টিম সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় অভিযান চালিয়ে পুকুর ভরাটের সময় স্কেভেটর টি জব্দ করে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা স্কেভেটরটি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির আহমদ এর জিম্মায় রাখা হয়েছে।
আরো পড়ুন : টেরীবাজারে নব-আঙ্গিকে জিএম মেগামার্ট উদ্বোধন
অভিযান পরিচালন করেন সীতাকুণ্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মাহবুবুল হক।
এসময় তার সঙ্গে ছিলেন, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিদর্শক সাইদুল ইসলাম। জানা যায়, শীতলপুর এলাকার মৃত হাজী বাদশা মিয়া ছেলে মোঃ সাহাব উদ্দিন (৫০) ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি পুকুর ভরাট করছে এমন অভিযোগ পেয়ে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম এর একটি টিম ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে।
এ সময় মাটি কাটার একটি স্কেভেটর জব্দ করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মনির আহমদ এর জিম্মায় তা দেওয়া হয়। এসময় পুকুর ভরাটের কাজ বন্ধ করার আদেশ দেন এবং পরবর্তীতে পুকুর ভরাটের কার্যক্রম চালালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সর্তক করে দেন সীতাকুণ্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) সৈয়দ মাহবুবুল হক।