পাহাড়ে শুরু হয়েছে বৈসাবী উৎসব

পাহাড়ে শুরু হয়েছে বৈসাবী উৎসব

ফুল ভাসানোর মধ্য দিয়ে গতকাল থেকে রাঙামাটিতে শুরু হয়েছে চাকমাদের বিজু, মারমাদের সাংগ্রাই ও ত্রিপুরাদের বৈসুক উৎসব।কাপ্তাই হ্রদের গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসায় বিভিন্ন সম্প্রদায়ের নারী পুরুষ।

আজ ভোরে চাকমা রাজবাড়ী ঘাটে উপজাতীয় বিভিন্ন সম্প্রদায়ের তরুন তরুনী নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে এই উৎসব শুরু হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজু উদযাপন কমিটির আহবায়ক প্রকৃতি রঞ্জন চাকমা, ইন্দ্র দত্ত তালুকদারসহ চাকমা সম্প্রদায়ের বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ ।

এদিকে গতকাল শহরের গর্জনতলী এলাকায় রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ও পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী ত্রিপুরা সম্প্রদায়ের বৈসুক উৎসবের উদ্বোধন করেন। এসময় ত্রিপুরা সম্প্রদায়ের নারীরা ফুল নিয়ে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসানোর মধ্যে দিয়ে বৈসুক উৎসব রাঙিয়ে তুলেন। রীতি অনুযায়ী আজ ১২ এপ্রিল পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে তিন দিনের সার্বজনীন উৎসব শুরু হয়।

আগামীকাল ১৩ এপ্রিল মূল বিজু উৎসব উদযাপিত হবে । ১৪ এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখ গোজ্যাপোজ্যে দিন ও বর্ষবরণ উৎসব।

শেয়ার করুন