পাকিস্তানে সবজি বাজারে বোমা বিস্ফোরণ, নিহত ১৬

পাকিস্তানের একটি বাজারে আলুর বস্তায় লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো প্রায় ৩০ জন।

শুক্রবার(১২ এপ্রিল)দেশটির বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরে এই হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, হতাহতদের অধিকাংশই শিয়া মতাদর্শের হাজারা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্য। ধারণা করা হচ্ছে, শিয়াদের উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। কোয়েটার উপকন্ঠে একটি ফল ও সবজির বাজারে এই বিস্ফোরণ ঘটে।

পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল আব্দুল রাজ্জাক বলেন, এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু নিশ্চিত হয়েছি। যাদের মধ্যে ৮ জনই হাজারা সম্প্রদায়ের।