এক বক্তৃতায় এক লাখ পাউন্ড

মার্কিন ব্যাংক মর্গান স্ট্যানলির গ্রাহকদের উদ্দেশ্যে একটিমাত্র বক্তৃতা দিয়ে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন প্রায় এক লাখ পাউন্ড আয় করেছেন।

মঙ্গলবার (৭ মার্চ) ডেইলি মেইলে কলামিস্ট সেবাস্টিয়ান শেকসপিয়ার জানান, দুই সপ্তাহ আগে বক্তৃতাটি করেন ক্যামেরন।

প্রধানমন্ত্রী হিসেবে ক্যামেরনের বার্ষিক আয় ছিল এক লাখ ৪৩ হাজার ৪৬২ পাউন্ড। এ বক্তৃতায় করে পাওয়া আয় প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া ক্যামরনের এক বছরের বেতন প্রায় কাছাকাছি।

গত বছরের জুনে এক গণভোটে যুক্তরাজ্যকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বের করে আনার পক্ষে ভোট দেন ব্রিটিশ ভোটাররা।

এরপর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যান ক্যামেরন। এমনকি তিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য পদও ছেড়ে দেন। মার্কিন ব্যাংক মর্গান স্ট্যানলি যুক্তরাজ্যের ইইউ ত্যাগের বিরোধী ছিল। ইইউতে থাকার পক্ষে প্রচারণা চালাতে আড়াই লাখ পাউন্ডও অনুদান দিয়েছিল প্রতিষ্ঠানটি। সেই মর্গান স্ট্যানলির কাছ থেকেই বক্তৃতা করার জন্য মোটা অংকের অর্থ পেলেন ক্যামেরন।

এছাড়া বড়দিনের আগে গারসন লেহেম্যান গ্রুপের একটি প্রাইভেট প্রাতঃরাশ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য মোটা অংকের অর্থ পান ক্যামেরন।

সাবেক এ ব্রিটিশ প্রধানমন্ত্রী অর্থ আয়ের জন্য তার পূর্বসূরি টনি ব্লেয়ারের পদাংক অনুসরণ করলেন।

প্রতি মাসে দুই থেকে তিন দিন অর্থের বিনিময়ে বক্তৃতা করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ক্যামেরন। তবে ব্লেয়ার এ পর্যন্ত বক্তৃতা করে প্রায় দুই কোটি ৭০ লাখ পাউন্ড আয় করেছেন বলে জানা গেছে।

শেয়ার করুন