নুসরাতের প্রতিবাদী কণ্ঠ উদাহরণ হয়ে থাকবে : এনডিপি

ফাইল ছবি

ফেনীর সোনাগাজীর মাদরাসা পড়ুয়া অগ্নিদগ্ধ নুসরাত জাহান রাফির মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।

শুক্রবার (১২ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, নুসরাত পৃথিবী থেকে বিদায় নিলেও প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে থাকবে আমাদের মাঝে, সমাজের মাঝে। নুসরাত নারীর অপমানকে প্রত্যাখ্যান করে আমাদের চেতনাবোধকে উন্মোচিত করেছে, মানবতার জাগরণ ঘটিয়েছে। তার এ প্রতিবাদী কণ্ঠ এবং বলিষ্ঠ প্রতিবাদ এক উদাহরণ হয়ে থাকবে।

শোকবার্তায় নেতৃদ্বয় নুসরাতের রুহের মাগফিরাত কামনা ও তার শোকসন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, মাদরাসাছাত্রী নুসরাতকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নুসরাতের এই মৃত্যু কোনো সভ্য সমাজে মেনে নেয়া যায় না। কোনো নুসরাতকে যেন এমন পৈশাচিক হত্যাকাণ্ডের শিকার হতে না হয় সেজন্য হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান আজ সময়ের দাবি।

শেয়ার করুন