[caption id="attachment_3990" align="alignleft" width="300"]
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে আন্তর্জাতিক নারী দিবসের শোভাযাত্রা। ছবি এমএ হান্নান কাজল[/caption]
চট্টগ্রাম : 'কোনো কালে একা হয়নিকো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, সাহস দিয়েছে বিজয়লক্ষ্মী নারী।'-কোমল নারির এমন সাহস-প্রেরণার স্লোগান সম্বলিত ফেস্টুনে আন্তর্জাতিক নারী দিবসে বর্ণিল শোভাযাত্রা বের করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
বুধবার (০৮ মার্চ) সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রা জামালখান সড়ক, মোমিন সড়ক হয়ে শোভাযাত্রাটি নগর ভবনে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
[caption id="attachment_3992" align="alignleft" width="300"]
আন্তর্জাতিক নারী দিবসে শোভাযাত্রাপূর্ব সমাবেশে বক্তব্য রাখছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। ছবি এমএ হান্নান কাজল[/caption]
‘নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন’সহ নানা স্লোগানের ব্যানার ফেস্টুন তুলে ধরে স্কুলের শিক্ষার্থীরা। শোভাযাত্রায় নারী দিবস উদযাপন কমিটির সভাপতি এম আশরাফুল আলম, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, হাসান মুরাদ বিপ্লব, জয়নাব আবিদা আজাদ, জেসমিন পারভীন জেসী, জোবাইরা নার্গিস খান, মনোয়ারা বেগম মনি, আনজুমান আরা বেগম, কমিটির সদস্যসচিব নাজিয়া শিরিন প্রমুখ অংশ নেন।সিটি করপোরেশন পরিচালিত বিভিন্ন স্কুলের ছাত্রীরাও র্যালিতে অংশ নেয়।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত