মডেল কোড অব কন্ডাক্ট ভাঙার অভিযোগ
ভারত ছেড়ে দেশে ফিরলেন ফেরদৌস

চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ফাইল ছবি

অবশেষে কলকাতা থেকে বাংলাদেশে ফিরেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় কলকাতা নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগত বিজি-০৯৬ ফ্লাইটে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বাংলাদেশ এয়ারলাইন্সের অফিস সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের এক প্রার্থীর নির্বাচনী শোভাযাত্রায় অংশ নিতে ভারতে অবস্থান করছিলেন ঢাকাই ছবির এই চিত্রতারকা।

আরো পড়ুন : ফটিকছড়িতে সাংবাদিক আকাশের উপর দুর্বৃত্তের হামলা, নিন্দার ঝড়

গত রোববার ফেরদৌস পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ আসনে তৃণমূল প্রার্থী কানহাইয়ালাল আগরওয়ালের নির্বাচনী প্রচারে অংশ নেন। এ সময় তার সঙ্গে ছিলেন টালিউড তারকা অঙ্কুশ হাজরা ও পায়েল।

সেদিন পশ্চিমবঙ্গের বিজেপি প্রধান দিলীপ ঘোষ বিষয়টির কঠোর সমালোচনা করে বলেছিলেন, ‘ভারতের একটি নিবন্ধিত রাজনৈতিক দল কীভাবে বিদেশি নাগরিককে দিয়ে পশ্চিমবঙ্গে রোড শো করায়? আমরা এই ঘটনার নিন্দা জানাই।’

এরকম আগে হয়নি জানিয়ে তিনি তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ্য করেন, ‘আগামীকাল হয়তো মমতা ব্যানার্জি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে দিয়ে তৃণমূলের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে ডাকতে পারেন।’

এরপর ভারতজুড়ে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। এরপর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্ল্যাক লিস্টে অর্ন্তভুক্ত হতে হয় বাংলাদেশের চিত্রনায়ক ফেরদৌসকে। ইতোমধ্যে মডেল কোড অব কন্ডাক্ট ভাঙার অভিযোগে তার ভারতীয় ভিসা বাতিল হয়েছে। এসব বিতর্কের মাঝে নির্ধারিত সফর শেষেই আজ ঢাকায় ফিরলেন ফেরদৌস।

শেয়ার করুন