ঐতিহাসিক মুজিবনগর দিবসে মহানগর মুক্তিযোদ্ধা সংসদের শ্রদ্ধাঞ্জলি

ঐতিহাসিক মুজিবনগর দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড নেতৃবৃন্দের।

চট্টগ্রাম : ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ১৭ এপ্রিল বুধবার সকাল ১০টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড নেতৃবৃন্দ।

এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা সংসদের ডেপুটি কমান্ডার মো. শহীদুল হক সৈয়দের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আলোচক ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস ও সহকারী কমান্ডার এফএফ আকবর খান।

আরো পড়ুন : চোরাই কাঠসহ ৩জন আটক সীতাকুণ্ডে ট্রাক জব্দ

বক্তব্য রাখেন বন্দর থানা কমান্ডার কামরুল আলম জতু, খুলশী থানা কমান্ডার মো. ইউচুপ, পাহাড়তলী থানা কমান্ডার হাজী জাফর আহমদ, সদরঘাট থানা কমান্ডার জাহাঙ্গীর আলম, ইপিজেড থানা কমান্ডার আবুল কালাম, আকবর শাহ থানার ডেপুটি কমান্ডার মো. নূরউদ্দিন, কোতোয়ালী থানার ডেপুটি কমান্ডার মো. রফিকুল আলম, হালিশহর থানা ডেপুটি কমান্ডার ময়নুল হোসেন, সদরঘাট থানা ডেপুটি কমান্ডার অঞ্জন কুমার সেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমদ, হেলাল উদ্দিন, মো. জাবের, মো. অহিদ উল্লাহ পাঠোয়ারী, শফিক আহমদ মুন্সি, এয়ার মো. ছিদ্দিকী, দিলীপ দাস, মাহাবুবুর রহমান ও অধ্যাপক মো. শামসুদ্দিন। সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের বিষয়ে গুরুত্বারোপ করেন। সভার শুরুতে জাতির পিতা ও জাতীয় চার নেতাকে শ্রদ্ধা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

শেয়ার করুন