বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে বিজিবি-বিএসএফ’র সভা

বিজিবি-বিএসএফ’র সভা

ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন এবং দু’দেশের সীমান্তে নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদারসহ নানা বিষয় নিয়ে বিএসএফ-বিজিবির সীমান্ত সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) খাগড়াছড়ির রামগড় পৌরসভা মিলনায়তনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে এ সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী বৈঠকে যৌথভাবে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদার, দু’দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন, সাম্প্রতিক সময়ে
সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু এবং গরু পাচার প্রতিরোধ। উভয় দেশের সীমান্তে নির্যাতন, হত্যা, মাদক চোরাচালান রোধ ছাড়াও ভারতীয় কর্তৃপক্ষ কর্তৃক ফেনী নদীতে অবৈধভাবে ৩৬টি মোটর পাম্প স্থাপনের মাধ্যমে পানি উত্তোলন এবং ভারতের অভ্যন্তরে এক সারির কাঁটাতারের বেষ্টনী স্থাপনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় যা উভয় দেশের সেক্টর কমান্ডার পর্যায়ে বিদ্যমান নিয়ম নীতির আলোকে সমাধান করা হবে বলে সভা শেষে সাংবাদিকদের প্রেস ব্রিফিং এ জানানো হয়।

এছাড়াও দুই দেশের সীমান্ত বাহিনীদের আস্থা, মনোবল ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষে নিয়মিত আলোচনা অব্যাহত রাখার ব্যাপারে দু’দেশের প্রতিনিধি দল সভায় একমত পোষন করেন।

এসময়, বাংলাদেশের পক্ষে গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল হাই’র নেতৃত্বে ১৬ সদস্যের দলে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, রামগড় জোন অধিনায়ক লেঃ কর্ণেল তারিকুল হাকিম, ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, পলাশপুর জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ সাইফুলাহ মিরাজুল ইসলাম, ২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, যামিনীপাড়া জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাহমুদুল হক, গুইমারা বর্ডার গার্ড হাসপাতালের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ হোসাইন সাদেক বিন সৈয়দ, গুইমারা সেক্টরের স্টাফ অফিসার মেজর হামিদুর রহমান, ৪৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর হুমায়ুন কবিরসহ বিজিবির বিভিন্ন ফাঁড়ি ও বিওপির সুবেদারগণ উপস্থিত ছিলেন।

অপরদিকে, ভারতের বিএসএফের উদয়পুর সেক্টর কমান্ডার ডিআইজি জামিল আহমেদের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দলে ৪৩ বিএসএফ’র কমান্ডার শ্রী দিনেশ কুমার, ৬৬ বিএসএফ’র কমান্ডার শ্রী রাজিব কুমার, ৩১ বিএসএফ’র ডেপুটি কমান্ডার শ্রী আর এস রাহোর, স্টাফ অফিসার শ্রী রাজিব রাজন রায়সহ বিভিন্ন বিওপির কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

এরআগে সকালে ফেনী নদী পার হয়ে বাংলাদেশে আগমন করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর প্রতিনিধি দলকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশের বিজিবি প্রতিনিধি দল। এরপর বিএসএফ ডিআইজিকে রামগড় পৌরসভা প্রাঙ্গনে ৪৩ বিজিবির চৌকশ দল গার্ড অফ অনার প্রদান করেন। বৈঠক শেষে বিকাল ৩টায় বিএসএফ প্রতিনিধি দলের সফর কর্মসূচীর সমাপ্তি ঘটে।