‘পুরান প্রেমের পাপ’ কাহিনী নিয়ে নতুন গান

‘পুরান প্রেমের পাপ’ কাহিনী নিয়ে নতুন গান

প্রথমবারের মতো মেীলিক ফোক গাইলেন নবীণ কন্ঠশিল্পী মোহাম্মদ মামুনুল ইসলাম। ‘পুরাণ প্রেমের পাপ’ শিরোনামের গানটি সুর করেছেন ও লিখেছেন আশিক বন্ধু। সঙ্গীত করেছেন আতিক। গানটি প্রকাশ হয়েছে সিডি প্লাস এর ব্যানারে। এরইমধ্যে এক সপ্তাহের মধ্যে গানটি ইউটিউবে ভালো চলবে। ফেসবুকেও একাধিক শ্রোতারা ‘পুরান প্রেমের পাপ’ গানটি শেয়ার করছেন। অনেক প্রশংসার কমেন্ট জানাচ্ছেন গানটি শুনে।

আরো পড়ুন : চট্টগ্রামের হাটহাজারীতে পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ আটক ১

মামুনুল ইসলাস বলেন, ‘গানটির কথাগুলো যখন আশিক বন্ধু’র মুখে শুনি, তখনই আমি বেশ আগ্রহী হয়ে পড়ি গানটি আমি গাইবো। ভাইয়াকে জানালাম। বেশ , তার এক সপ্তাহর মধ্যে গানটি সুর করেন। তারপর ফাইনালি আমরা স্টুডিওতে গানটি রেকর্ডিং করি। অত্যন্ত চমৎকার গান হয়েছে। গানটি এখন অসংখ্য মানুষ শনেছেন, আমাকে শুভেচ্ছ অভিনন্দন জানাচ্ছেন। ভালবাসার মানুষকে এবং যারা অনেকে অতীতকে ভুলতে পারেনা, তাদের জন্য পুরাণ প্রেমের পাপ গানটি উৎস্বর্গ করা হয়েছে। তারই বহির্প্রকাশ ঘটেছে এই গানে।

আরো পড়ুন : শ্রীলংকায় শোকের মাতম, নিহতের সংখ্যা বেড়ে ২৯০

গীতিকার অশিক বন্ধু বলেন, ‘ এটি আমার অনেক পছন্দের একটা লিরিক। খুব যত্ন করে রেখে দিয়েছিলাম। ২০১৬ সালে এই গানটি লিখেছিলাম। আজ মামুন গেয়েছে। ভালোই লাগয়ে যে, তার কন্ঠে গানটি মানিয়ে গেছে। দরদ দিয়ে গেয়েছে সে।

কম্পোজার আতিক বলেন, ‘গানটি ফিউর ফোক ও আধুনিক ধারার। মিউজিক করে তাই শান্তি পেয়েছি। আশিক বন্ধু দারুণ লিখেছেন, নতুন হলেও মামুন মনপ্রাণ দিয়ে গানটি কন্ঠে তুলেছে। পুরান প্রেমের পাপ গানটি শুনতে চাইলে সিডি প্লাস এর ইউটিউব চ্যানেলে প্রবেশ করে পুরান প্রেমের পাপ’ লিখলেই গানটি শুনতে পারবেন সবাই।

শেয়ার করুন