প্রতীক তালিকা থেকে বাদ পরেছে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’

প্রতীক তালিকা থেকে বাদ জামায়াতের ‘দাঁড়িপাল্লা’

ঢাকা : জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ হওয়ার পর দলটির নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সংরক্ষিত প্রতীক তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। প্রতীকটি বাদ দিয়ে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের গেজেট প্রকাশিত হয়েছে। বুধবার (৮ মার্চ) নির্বাচন কমিশন সচিবালয়ের অনেক কর্মকর্তা ওই গেজেট হাতে পেয়েছেন।

কোনো রাজনৈতিক দলের প্রতীক হিসেবে বা কোনো নির্বাচনে প্রার্থীর প্রতীক হিসেবে ‘দাঁড়িপাল্লা’ বরাদ্দ না করার বিষয়ে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভার সিদ্ধান্তের পর এ পদক্ষেপ নেওয়া হল।

গত ১২ ডিসেম্বর সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় সিদ্ধান্ত হয়, ‘দাঁড়িপাল্লা’ ন্যায় বিচারের প্রতীক হিসেবে সুপ্রিম কোর্টের মনোগ্রামে ব্যবহৃত হবে এবং কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান ও দলের প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে না।

এ সিদ্ধান্ত ইসি সচিবালয়ে পাঠানোর পর নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮ এর বিধি ৯ এর উপবিধি (১) এর ৩২ নম্বর ক্রমিক থেকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক বাতিল করার প্রস্তাব কমিশন সভায় অনুমোদিত হয়। এর পরিপ্রেক্ষিতে প্রতীকটি বাদ দিয়ে বিধিমালায় সংশোধন প্রস্তাব আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পর তার গেজেট প্রকাশ করা হয়েছে।

২০০৮ সালের ৪ নভেম্বর ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে ১৪ নম্বর দল হিসেবে নিবন্ধন পায় জামায়াত।

হাইকোর্ট বিভাগে এক রিটের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালের ১ অগাস্ট দেওয়া রায়ে দলটির নিবন্ধন অবৈধ ঘোষিত হয়। জামায়াতে ইসলামী ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছে, যা এখনও নিষ্পত্তির অপেক্ষায়।

সংসদ নির্বাচনের জন্য এতদিন ৬৫টি প্রতীক সংরক্ষিত থাকলেও ‘দাঁড়িপাল্লা’ বাদ দেওয়ায় তা ৬৪টিতে নেমে এসেছে।

শেয়ার করুন