চট্টগ্রাম : নগরীর সেগুনবাগান তালীমুল কুরআন মাদ্রাসার ছাত্র ইশমাম হায়দারকে হত্যার অভিযোগে মামলা দায়ের করেছে নিহতের বড় ভাই। মামলায় তিন শিক্ষকসহ দুইজনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। বুধবার (৮ মার্চ) বিকেলে এজাহারভুক্ত এক শিক্ষককে গ্রেফতার করেছে খুলশি থানা পুলিশ। পুলিশ বলেছে-‘আমরা এজহারভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছি। হয় তাকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার মূল বিষয় জানা যাবে।
এদিকে, মঙ্গলবার (৭ মার্চ) রাতে ছাত্রের লাশ উদ্ধারের পর স্থানীয় উত্তেজিত জনতা মাদ্রাসায় ব্যাপক ভাংচুর করার প্রতিবাদে এক সাংবাদিক সম্মেলন করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। সাংবাদিক সম্মেলনে দাবী করা হয়, ওই মাদ্রাসা ছাত্র নিহতের বিষয়টি অনাকাঙ্খিত। পুলিশ ঘটনা তদন্ত করলে মূল রহস্য বের হয়ে আসবে। কিন্তু স্থানীয় কিছু সন্ত্রাসী মাদ্রাসায় হামলা করা দু:খজনক।এসময় মাদ্রাসা পরিচালক আবু তৈয়বকে টানাহেচড়া এবং টাকা পয়সা মোবাইল ছিনিয়ে নেয়ার অভিযোগ করা হয়। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান পরিচালক আবু তৈয়ব।
বুধবার (৮ মার্চ) সংবাদ মাধ্যমে প্রকাশিত ‘পরিচালক আবু তৈয়বকে পুলিশে সোপর্দ’ বিষয়টি সত্য নয় উল্লেখ করে সংবাদ সম্মেলনে জানানো হয়, পরিচালক আবু তৈয়বকে পুলিশ গ্রেফতার করেনি।
খুলশী থানার ওসি নাছির উদ্দিন জানান, মাদ্রাসা ছাত্র ইশমাম হায়দারের ভাই একটি হত্যা মামলা রুজু করেছেন। পুলিশ এক শিক্ষককে গ্রেফতার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনা মূল বিষয়টি জানা যাবে।
প্রসঙ্গত: সেগুন বাগান তালিমুল কোরআন মাদ্রাসা থেকে মঙ্গলবার (৭ মার্চ) রাতে ইশমাম হয়দার নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করে তার আত্মিয়-স্বজন। ওই দিনই নিহতের বড় ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে খুলশি থানায়।