মাদক বিরোধি র‌্যালি সাংবাদিক সংসদ কক্সবাজারের

মাদক বিরোধি র‌্যালি সাংবাদিক সংসদ কক্সবাজারের

কক্সবাজার : সীমান্ত শহর টেকনাফ মাদকের জন্য দেশে পরিচিত একটি নাম। এখানে সরকারের তালিকাভুক্ত অনেক ইয়াবা কারবারির অবস্থান রয়েছে। সরকার নানাভাবে চেষ্টা করে আসছে মাদক নির্মুল করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার। পাশাপাশি উদ্ধুদ্ধকরণসহ সচেতনতামুলক কার্যক্তম চালিয়ে আসছে বিভিন্ন সংগঠন। তারই ধারাবাহিকতায় সাংবাদিকদের ঐক্যের সংগঠন সাংবাদিক সংসদ কক্সবাজার মাদকের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে।

আরো পড়ুন : সিনথিয়া এবার চট্টগ্রামে সুন্দরী প্রতিযোগিতায়
আরো পড়ুন : এসপির তদন্তে অভিযোগ প্রমানিত, ওসি বললেন এসআই নির্দোষ

চলমান মাসব্যাপি বস্ত্র হস্ত কুঁটির শিল্প মেলা গেইট হয়ে টেকনাফের প্রধান সড়কে র‌্যালি করেছে সাংবাদিক সংসদ কক্সবাজার নেতৃবৃন্দ। আয়োজিত র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।

সাংবাদিক সংসদ কক্সবাজার সভাপতি (প্রতিনিধি-দৈনিক ঢাকা প্রতিদিন ও দেশসংবাদ) এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: আমান উল্লাহ (প্রতিনিধি-দৈনিক গণজাগরণ ও দৈনিক সৈকত) এর পরিচালনায় র‌্যালিতে অংশগ্রহণ করেন টেকনাফ সাবরাং চেয়ারম্যান নুর হোসেন, মেলা পরিচালনা কমিটি চেয়ারম্যান মোহাম্মদ আলম বাহাদুর, কক্সবাজার পৌরসভার কাউন্সিলর কাজী মোরশেদ আহমদ বাবু, টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র, আবদুল্লাহ মনির, কাউন্সিলর এহতেশামুল হক বাহাদুর, যুবলীগ নেতা তোয়াক্কুল হোসেন, সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, আশেকুল্লাহ ফারুকি, কাইছার পারভেজ চৌধুরী, রোহিঙ্গা প্রতিরোধ কমিটি সভাপতি মোজাম্মেল হক, অ্যাথলেট প্রশিক্ষক শফিউল আলম বাহারি, টেকনাফ বস্ত্র হস্ত কুটির শিল্প মেলার প্রধান সমন্বয়ক মো: নাসির উদ্দিন, সদস্য সচিব সাহেদ আলী সাহেদ, জহিরুল কাদের ভুট্টো, আমিনুল ইসলাম মুকুল, মোহাম্মদ করিম, আবুল কালাম, ইসমাইল, কামাল, বাবুল, আমিন, রিয়াজ।

উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ নেতা এবি খোকন, জাতীয় শ্রমিক লীগ নেতা সোহেল রানা, সাংবাদিক সংসদ কক্সবাজার নেতৃবৃন্দ যথাক্রমে সোহরাব হোসেন চৌধুরী, এস.এইচ মুক্তা, মো: মীর মোশাররফ হোসেন, শাহ নেওয়াজ,
তাসনিয়া হাসান তাহি, কক্সবাজার খবর প্রতিনিধি শফিউল হক রানা, আবুল কাসেম, মোহাম্মদ হাসেম, গণমাধ্যমকর্মী মোহাম্মদ ওমর ফারুক, কক্সবাজার সাইক্লিং ক্লাব সভাপতি রফিকুল ইসলাম সোহেল, সংগঠক মো: গিয়াস উদ্দিন
ও অ্যাথলেট খেলোয়াড় মো: নবীউল হাসান প্রমুখ।