প্রথমবার বৈঠকে বসেছেন কিম-পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন প্রথমবারের মতো বৈঠকে বসেছেন । বৃহস্পতিবার রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভস্তকে এই শীর্ষ দুই নেতা বৈঠকে বসেন।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি জানায়, এই দুই নেতার বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও ভালো হবে।

কোরিয়া উপ-দ্বীপের ‘পারমাণবিক সমস্যা’ নিয়ে আলোচনার কথা রয়েছে বৈঠকে । এই ইস্যুর রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের বিষয়টি গুরুত্ব পাবে। এ নিয়ে বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুই দফা বৈঠক ব্যর্থ হওয়ায় ক্ষমতাধর কোনো দেশের সমর্থন পাওয়ার লক্ষ্যেই কিমের এই রাশিয়া যাত্রা।

এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা জুরি উশাকোভ জানান, ‘সম্প্রতি কয়েক মাস ধরে কোরীয় উপদ্বীপের স্থিতিশীল পরিস্থিতি দীর্ঘস্থায়ী করতে রাশিয়া যেকোনো ভাবে সাহায্য করতে ইচ্ছুক’।