আন্তর্জাতিক নৃত্য উৎসব ২০১৯-এ তুরঙ্গমী

বৃহত্তম আসর ড্যান্স এক্সচেঞ্জঃ ফিলিপাইন আন্তর্জাতিক নৃত্য উৎসব ২০১৯ এ বিশ্ব সেরা নাচিয়েদের সঙ্গে অংশগ্রহণ করতে যাচ্ছে তুরঙ্গমীর আর্টিস্টিক ডিরেক্টর পূজা সেনগুপ্ত। উৎসবে অংশগ্রহণ করতে ফিলিপাইন সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ পায় তুরঙ্গমী।

২৬-৩০ এপ্রিল পাঁচ দিনব্যাপী এ উৎসবে, বাংলাদেশের ঐতিহ্যবাহী ধামাইল নাচের উপর বিশেষ কর্মশালা পরিচালনা করবেন পূজা সেনগুপ্ত এবং একাধিক মূলধারার অনুষ্ঠানে অংশ নেবে তুরঙ্গমীর শিল্পীরা।

গত বছর ড্যান্স এক্সচেঞ্জ-এ প্রায় এক হাজার ফিলিপিনো নৃত্য প্রশিক্ষকের অংশগ্রহণে বাংলাদেশের আরতি নাচের উপর কর্মশালা পরিচালনা করেছিলেন পূজা সেনগুপ্ত । পূজা সেনগুপ্তর নেতৃত্বে তুরঙ্গমীর তিন সদস্যের দল এখন ফিলিপাইনে। দলে পূজা সেনগুপ্ত ছাড়া বাকি দুইজন হলেন সুস্মিতা লোপা ও লোপা অধিকারী। বাংলাদেশের নাচ ও সংস্কৃতির প্রচার ও প্রসার এবং বাংলাদেশে নাচের অঙ্গনে পেশাদারিত্ব বিশ্বব্যাপী প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে তুরঙ্গমী।

আন্তর্জাতিক এই আসরে তুরঙ্গমীর অংশগ্রহণে পৃষ্ঠপোষকতা করছে এসএমসির ব্র্যান্ড জয়া ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ।

শেয়ার করুন