কাবুলে বন্দুকধারীদের হামলায় নিহত ৩০

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সামরিক হাসপাতালে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। বুধবারের এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট-আইএস। খবর বিবিসি।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কাবুলের মার্কিন দূতাবাস সংলগ্ন ওই হাসপাতাল ভবনে ঢুকেই হামলাকারীরা নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় রোগী ও হাসপাতাল কর্মীদের মধ্যে এ হতাহতের ঘটনা ঘটে। পরে হাসপাতালের ছাদ থেকে কমান্ডো হামলায় চার হামলাকারীর সবাই মারা যায় ।

একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, চারশ’ শয্যাবিশিষ্ট সরদার মোহাম্মদ দাউদ খান হাসপাতালের পেছনে একটি বিস্ফোরণ ঘটানোর মধ্য দিয়ে হামলা শুরু হয়। এরপর চার হামলাকারী স্বয়ংক্রিয় অস্ত্র এবং হ্যান্ড গ্রেনেড নিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করে। বন্দুকধারী সবাই চিকিৎসকের পোশাক পরা ছিল। তারা হাসপাতালের ওপরের তলাগুলোতে অবস্থান নেয়। সেখানে বিশেষ নিরাপত্তা বাহিনীর কয়েকটি ইউনিট পাঠানো হলে তাদের মধ্যে গোলাগুলি শুরু হয়।

শেয়ার করুন