বাল্টিমোরে অস্ত্রধারীর হামলায় নিহত ১, আহত ৭

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অবস্থিত বাল্টিমোরে এলোপাতাড়ি গুলি করে একজনকে হত্যা ও সাতজনকে আহত করেছে এক অস্ত্রধারী।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, রবিবার(২৮ এপ্রিল) বিকেলে বাল্টিমোরের পশ্চিমাংশে একটি সড়কের পাশে বেশ কিছু মানুষ পিকনিকের মতো রান্না ও ভোজনের আয়োজন করেছিলেন। তখনই হঠাৎ তাদের ওপর এলোপাতাড়ি গুলি চালায় ওই অস্ত্রধারী।

পুলিশ কমিশনার মাইকেল হ্যারিসন বলেছেন, স্থানীয় সময় বিকাল ৫টার পর ওই ঘটনা ঘটে। পায়ে হেঁটে প্রবেশ করে এক ব্যক্তি গুলি করা শুরু করে সমাবেত লোকজনের উপর। এ ঘটনাকে তিনি অত্যন্ত বিয়োগান্তক ও কাপুরুষোচিত বলেছেন। টার্গেট করে এ হামলা চালানো হয়েছে বলে মনে হলেও কি উদ্দেশে করা হয়েছে তা তিনি জানাতে পারেন নি।

আরো পড়ুন : সীতাকুণ্ডে যুবলীগ নেতা হত্যা: ১০ আসামী কারাগারে

হ্যারিসন আরো বলেছেন, রবিবার সড়কের দু’পাশে রান্নার আয়োজন হয়েছিল। দুটি স্থান থেকেই গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এই হামলায় দ্বিতীয় আরেকজন জড়িত থাকতে পারে বলে মনে করা হচ্ছে । একটি ব্যাপ্টিস্ট চার্চের কাছেই গুলিতে ঘটনাস্থলেই মারা গেছেন একজন পুরুষ । আহতদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের নাম ও অবস্থা সম্পর্কে জানান নি হ্যারিসন।