দরিদ্র মানুষের আইনি সেবায় কাজ করছে ‘আস্থা প্রকল্প’

.

আস্থা প্রকল্প ও কক্সবাজার জেলা লিগ্যাল এইড অফিসের যৌথ উদ্যোগে জাতীয় আইন সহায়তা দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান।’

অসহায়, দরিদ্র ও নিঃস্ব মানুষের জন্য আইনি সেবা নিশ্চিত করতে ও তাদের আইনি অধিকারের বিষয়ে সচেতনতা গড়ে তুলতে জেলা লিগ্যাল এইড অফিসের পাশাপাশি কাজ করছে আস্থা প্রকল্প। নেদারল্যান্ড এম্বাসির অর্থায়নে, ইউএনএফপিএ এবং আইন ও সালিশ কেন্দ্রের সহযোগিতায় স্থায়ীত্বশীল উন্নয়নের সংগঠন ‘ইপসা’ মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে।

রবিবার (২৮ এপ্রিল) দিবসটি উপলক্ষে জেলা লিগ্যাল এইড অফিস আয়োজিত র‌্যালি, আলোচনা সভা ও লিগ্যাল এইড মেলায় আস্থা প্রকল্প ও ইপসা অংশ নেয়।

দিনব্যাপি আয়োজনের উদ্বোধন করেন মোঃ খোন্দকার হাসান মোঃ ফিরোজ, চেয়ারম্যান, জেলা লিগ্যাল এইড কমিটি এবং জেলা ও দায়রা জজ কক্সবাজার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ শ্রীমতি মৈত্রী ভট্টাচার্য্য, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, জেলা আওয়ামী লীগ সভাপতি এড. সিরাজুল মোস্তফা, জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ
মহিউদ্দিন মোঃ আলমগীর।

এদিন সকাল সাড়ে ৮টায় জজকোর্ট চত্বর থেকে র‌্যালির মাধ্যমে শুরু হয় দিবসের কর্মসূচি। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জজকোর্ট চত্বরে এসে শেষ হয়। সেখানে এসে উপস্থিত অতিথিরা লিগ্যাল এইড মেলা উদ্বোধন করেন এবং
বিকাল ৪টায় আলোচনা সভায় অংশ নেন।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, আমি সারা বছর অপেক্ষা করি এই দিনটির জন্য। কারণ এই দিনে সাধারন মানুষকে বিনা পয়সায় সেবার ব্যাপারে জানাতে পারি। তিনি এই দিবসে অংশগ্রহণ ও সহায়তার জন্য আস্থা প্রকল্পকে ধন্যবাদ জানান।

মহিলা সংসদ সদস্য বিভিন্ন আইনি সেবায় সহায়তার জন্য বিজ্ঞ বিচারক মন্ডলিকে ধন্যবাদ জানান ও আন্তরিকতার সাথে বিচারকার্য সম্পাদন করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে সেরা প্যানেল আইনজীবীদের পুরস্কার বিতরণ ও
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসের কর্মসূচি শেষ হয়।

শেয়ার করুন