জঙ্গি প্রতিরোধে ঢাকায় পুলিশের সম্মেলন

আগামী ১২ থেকে ১৪ মার্চ দক্ষিণ এশিয়া ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে উগ্র জঙ্গিবাদ ও আন্ত:দেশীয় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে ঢাকায় এক সম্মেলন অনুষ্ঠিত হবে।

৩ দিনব্যাপী এ সম্মেলনে পুলিশ কর্মকর্তারা উগ্র জঙ্গিবাদ ও আন্ত:দেশীয় অপরাধ দমন নিয়ে আলোচনা করবেন।

বুধবার (৮ মার্চ) বিকেলে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। বৃহস্পতিবার (৯ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরার কথা রয়েছে তার।

শেয়ার করুন