[caption id="attachment_40483" align="alignleft" width="450"]
ফাইল ছবি[/caption]
সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরো ৪ জন।
সাবকডটঅর্গ এর খবরে বলা হয়েছে,বৃহস্পতিবার(২ মে) দেশটির রাজধানী রিয়াদ থেকে ১০০ কিলোমিটার দূরের শহর সাগরাতে যাবার সময় এই দুর্ঘটনা ঘটে। সাগরার প্রবেশ পথেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনা কবলিত হয়। ।
আরো পড়ুন : স্ত্রীর মানসিক নির্যাতনে স্বামীর আত্মহত্যা নাইক্ষ্যংছড়িতে
এছাড়া বিবিসি সংবাদদাতা সিএমআই জানিয়েছেন, গাড়িতে চালকসহ মোট ১৭ জন ছিলেন। সাগরা জেনারেল হাসপাতাল সূত্রে ১১ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে । । নিহতেদের পরিচয় এখনো জানা যায়নি।।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত