শাহ আমানতে ৪০ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার

চট্টগ্রাম: শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের মাস্কট ফেরত মো.মোর্শেদ নামে এক যাত্রীর কাছ থেকে আটটি স্বর্ণের বার উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হাটহাজারী উপজেলার বাসিন্দা মোর্শেদ বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে কর্মরত কাস্টমসের সহকারী কমিশনার কামরুল ইসলাম জানান, গ্রীণ চ্যানেল অতিক্রমের সময় কাস্টমসের টিম সন্দেহবশত মোর্শেদের শরীরে তল্লাশি করে। এসময় তার প্যান্টের পকেটে ৮টি স্বর্ণের বার পাওয়া যায়।

প্রতিটি ৮০ তোলা করে স্বর্ণের বারের মোটর ওজন ৯২৮ গ্রাম। দাম আনুমানিক ৪০ লাখ টাকা। তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কামরুল।

শেয়ার করুন