টেকনাফে র‍্যাবের হাতে টাকা ও ইয়াবাসহ ৩ কারবারী আটক, গাড়ী জব্দ

টেকনাফে র‍্যাবের হাতে টাকা ও ইয়াবাসহ ৩ কারবারী আটক, গাড়ী জব্দ

কক্সবাজার : টেকনাফে নগদ সাড়ে ৬ লাখ টাকা ও ১ হাজার পিচ ইয়াবা বড়িসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।সোমবার (৬ মে) রাতে টেকনাফ সদরের বরইতলী এলাকায় (র‌্যাব-১৫) চেক পোষ্টে তাদের ব্যবহৃত গাড়ীসহ তিন কারবারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন চট্টগ্রামের লোহাগাড়া থানার তাহের হোসেন, ঢাকা মিরপুরের আফিফুর রহমান ও ফরিদপুরের কাজী হোসেন।

আরো পড়ুন : আন্তর্জাতিক নৃত্য উৎসবে সম্মাননায় ভূষিত নৃত্যশিল্পী মৌ

র‍্যাব-১৫ টেকনাফ ক্যাম্প ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহতাব বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার (৬মে) রাতে ইয়াবা পাচারের খবর পেয়ে লে. মির্জা শাহেদ মাহতাবের নেতৃত্বে একটি দল টেকনাফ বরইতলীর র‍্যাব ক্যাম্পের সামনে চেক পোস্টে অভিযান চালিয়ে সন্দেহজনক তিন ব্যক্তিকে আটক করে।পরে তাদের স্বীকারোক্তি মতে গাড়ী থেকে ১ হাজার পিস ইয়াবাসহ সাড়ে ৬ লাখ টাকা উদ্ধার করা হয়।এ ঘটনায় ইয়াবা পাচারের ব্যবহৃত হোন্ডা পাজেরো গাড়ীটি জব্দ করা হয়েছে।আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে উদ্ধারকৃত মাদক ও টাকা সহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

র‍্যাবের এই কর্মকর্তা আরো জানান, আটকদেরকে জিজ্ঞাসাবাদে এই ঘটনায় সংশ্লিষ্ট জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।তাদের স্বীকারোক্তি মতে যদি কেঊ জড়িত থাকে,তদন্ত সাপেক্ষে কাউকে ছাড় দেয়া হবে না। মাদকের বিরুদ্ধে র‍্যাবের অভিযান জোরদার রয়েছে।