
চট্টগ্রাম : বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়।
বুধবার (৮ মে) সকাল ১০ টায় র্যালিশেষে সিভিল সার্জন কার্যালয়ের অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন : মিয়ানমার বিমানবন্দরে ছিটকে পড়লো বিমান
আরো পড়ুন : টানা ৯ দিনের ছুটি নিয়ে আসছে ঈদ
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির।
সভায় বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. জিএম তৈয়ব আলী, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. নুরুল হায়দার ও মেডিকেল অফিসার ডা: মো: ওয়াজেদ চৌধুরী অভি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ূয়া ও মেডিকেল টেকনোলজিষ্ট কাজল কান্তি পাল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জন্মগতভাবে কোন শিশুর থ্যালাসেমিয়া হলে ঐ শিশু রক্তশূন্যতায় ভোগে। তাকে রক্ত দিয়ে বাচাঁতে হয়। আবার এ ধরনের রোগীকে রক্ত দিয়ে ৩০ বছরের বেশী সময় বাঁচিয়ে রাখা যায় না। রক্ত সঞ্চালনের ফলে বিভিন্ন পার্শ প্রতিক্রিয়াও দেখা দিতে পারে। বাঁচতে হলে বিয়ের আগে প্রত্যেক নব দম্পতিকে রক্তের ইলেকট্রোপোরোসিস পরীক্ষা করাতে হবে। যদি মানবদেহে থ্যালাসেমিয়ার জীবানু পাওয়া যায় তাহলে বিয়ে করা উচিত নয়। তাই প্রত্যেক থ্যালাসেমিয়া রোগীর প্রতি সহানুভূতিশীল হতে হবে।