
চট্টগ্রাম : নগরীর ব্যস্ত সড়ক দুই নম্বর গেট এলাকায় শেখ ফরিদ মার্কেটের সামনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আবর্জনাবাহী ভ্যান চালক বেলাল একটি রিকশাকে চাপা দিয়ে দু:খ প্রকাশ করেননি। বরং ওই পরিচ্ছন্নতাকর্মী হুংকার দিয়ে বললেন, ‘আমার দোষ কি? আমি কর্পোরেশনের লোক! আর তাতেই প্রত্যক্ষদর্শী এবং উত্তেজিত জনতার হাতে ওই পরিচ্ছন্নতাকর্মী গণধোলায়ের শিকার হন।
বুধবার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনার শিকার ওই পরিচ্ছন্নতিকর্মীর নাম মো. বেলাল। তিনি নাসিরাবাদ এলাকায় ভ্যানের মাধ্যমে ময়লা-আবর্জনা সংগ্রহকারী হিসেবে কাজ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিচ্ছন্নতাকর্মীর ভ্যান একটি রিকশাকে চাপা দিয়ে উল্টো ওই রিকশা চালককে মারতে গেলে ঘটনার সূত্রপাত হয়। এতে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। দুইজনই আহত হয়। উভয় পক্ষ বুঝিয়ে বিষয়টি মিমাংশা করেন উপস্থিত প্রত্যক্ষদর্শীরা। কিন্তু তাতে সন্তুষ্ট হননি পরিচ্ছন্নতাকর্মী। তিনি আরো ক্ষিপ্ত হয়ে ওই রিকশাকে আটক করার চেষ্টা করে। মোবাইলে তার সহকর্মীদের খবর দেয়। তাৎক্ষণিক কয়েকজন সহকর্মী ঘটনাস্থলে উপস্থিত হয়ে জোটবদ্ধ হয়।

এসময় প্রত্যক্ষদর্শীরা উত্তেজিত পরিচ্ছন্নতাকর্মীদের কাছে প্রকৃত ঘটনা খুলে বলে। তাতে সহকর্মীরা বিষয়টি বুঝতে পেরে শান্ত হলেও কোনভাবেই পরিচ্ছন্নতাকর্মী বেলাল শান্ত করা যায়নি। বেলাল বলেন-‘আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশন লোক, আমার দোষ কি?’ তার দাবী-ওই রিকশা আটক করে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলের অফিসে নিয়ে যাওয়া হবে। তখন এর বিচার হবে। অনেক চেষ্টা করেও প্রত্যক্ষদর্শী সাধারণ মানুষ তার কবল থেকে ওই রিকশাটি উদ্ধার করতে না পেরে উত্তেজিত হয়ে পরে। এতে গণধোলাইয়ের শিকার হন ওই পরিচ্ছন্নতাকর্মী।