[caption id="attachment_40703" align="aligncenter" width="960"]
সাংবাদিক আকাশের পাশে স্বাস্থ্য প্রতিমন্ত্রী[/caption]
চট্টগ্রাম : সন্ত্রাসী হামলায় আহত দৈনিক আজাদী পত্রিকার সাংবাদিক আকাশকে দেখতে গেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মো: মুরাদ হাসান এমপি।
শুক্রবার (১০ মে) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাপাতাল পরিদর্শনকালে ফটিকছড়ির সাহসী সাংবাদিক এমএস আকাশকে দেখতে যান। এ সময় তিনি অথ্রোপেটিক্স বিভাগের ৭৯ নং ওয়াের্ডর চিকিৎসকদের কাছ থেকে আকাশের চিকিৎসার খোঁজ খবর নেন।
আরো পড়ুন : নুসরাত হত্যা : সোনাগাজীর সেই ওসি সাময়িক বরখাস্ত
দায়িত্বরত চিকিৎসক ডা. নজরুল ইসলাম তসলিম ও ডা. মো. ইকবাল হোসেন তাঁকে জানান, সাংবাদিক আকাশের বাম পায়ের দুটি হাড ভাঙ্গা। কিডনি ও হার্টে আরো সমস্যা দেখা দিয়েছে। এগুলো কেটে উঠলে পায়ের ওপারেশন হবে।
এসময় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক, চট্টগ্রামের সিভিল সার্জনসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত